ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৬ মিনিট আগে
শিরোনাম

সিলেট কোটি টাকার অবৈধ সরঞ্জাম ধ্বংস

  সিলেট প্রতিনিধি

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২০, ২২:২৬

সিলেট কোটি টাকার অবৈধ সরঞ্জাম ধ্বংস

সিলেটের কোম্পানীগঞ্জে অবৈধ পাথর উত্তোলন বন্ধে অভিযান চালিয়েছে প্রশাসন। অভিযানে ৩৭ টি লিস্টার মেশিন, ১০ হাজার ফুট পাইপ ও পাথর উত্তোলনে ব্যবহৃত অন্যান্য সরঞ্জামাদিসহ প্রায় ৮০ লাখ টাকার মালামাল ধ্বংস করা হয়।

শনিবার (২৫ জানুয়ারি) দুপুর আড়াইটা থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলার লিলাইবাজার, ধলাই নদী এবং ১০ নম্বর ঘাট এলাকায় পুলিশ ও বিজিবি নিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

কোম্পানীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্য্য বলেন, পরিবেশ রক্ষায় পাথরখেকো চক্রের বিরুদ্ধে অভিযান চালানো হয়। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। অবৈধভাবে পাথর উত্তোলন বন্ধে আমাদের জেলা প্রশাসকের নির্দেশ ‘জিরো টলারেন্স নীতি’ গ্রহণ করা হয়েছে।

তিনি আরও বলেন, স্থায়ীভাবে পাথর উত্তোলন বন্ধ করতে সকলের সহযোগিতা প্রয়োজন। কারণ সবার সম্মিলিত প্রচেষ্টা ছাড়া এটি একেবারে বন্ধ করা সম্ভব হবে না। বিশেষ করে প্রশাসনের পাশাপাশি স্থানীয়দের এগিয়ে আসতে হবে। দেখা যায় কেউ কেউ হাইকোর্ট থেকে আদেশ এনে পাথর তুলছেন। এককথায় যে যেভাবে পারছেন পাথর উত্তোলন করছেন। তবে আমরা আশাকরি সবাই মিলে চেষ্টা করলে এ সমস্যার সমাধান দ্রুত হবে।

  • সর্বশেষ
  • পঠিত