ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৫ মিনিট আগে
শিরোনাম

আট অটোরিকশায় মিললো ৭০ মণ জাটকা

  বরিশাল প্রতিনিধি

প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২০, ১৬:৫২  
আপডেট :
 ২৯ জানুয়ারি ২০২০, ১৬:৫৪

আট অটোরিকশায় মিললো ৭০ মণ জাটকা

বরিশালে শিকার নিষিদ্ধ ৭০ মণ জাটকা বোঝাই ৮টি অটোরিকশাসহ ৯ জনকে আটক করেছে কোস্টগার্ড। এসময় আটক ৯ জনকে বিচারের জন্য ভ্রাম্যমাণ আদালতে পাঠানো হয়েছে।

বুধবার সকালে মৎস্য বিভাগের সহায়তায় নগরীর পলাশপুর ব্রিজ এলাকায় এ অভিযান চালানো হয়। পরে জব্দকৃত জাটকা বিভিন্ন এতিমখানা ও অসহায়-দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়।

সদর উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জিব সন্যামত বলেন, বরিশাল সদর উপজেলা তালতলী থেকে বিপুল পরিমাণ জাটকা নগরীর পোর্ট রোড ইলিশ মোকামে পাঁচার হচ্ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে এ খবর পেয়ে কোস্টগার্ড সদস্যরা নগরীর পলাশপুর ব্রিজ এলাকায় চেকপোস্ট বসায়। সন্দেহভাজন ৮টি অটোরিকশা তল্লাশি করে ৭০ মণ জাটকা উদ্ধার করা হয়। এ সময় ৮ অটোরিকশাসহ ৯ মৎস্যজীবীকে আটক করে কোস্টগার্ড।

পরে জব্দকৃত জাটকা কোস্টগার্ড অফিস চত্বরে বিভিন্ন এতিমখানাসহ অসহায়-দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়। একইসাথে আটক ৯ জনকে বিচারের জন্য ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত