ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

আওয়ামী লীগের সেই কাউন্সিলর কারাগারে

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২০, ১৭:২২

আওয়ামী লীগের সেই কাউন্সিলর কারাগারে

পুলিশের এক পরিদর্শককে মারধরের অভিযোগে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৩ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ সমর্থিত নবনির্বাচিত কাউন্সিলর সাখাওয়াত হোসেন শওকতসহ ৮ জনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াছির আহসান চৌধুরী শুনানি শেষে এ আদেশ দেন।

অপর আসামিরা হলেন- মারুফুর রহমান ইমন, ওয়ালিদ হোসেন আহাদ, জুনায়েদ হোসেন ফারহান, মিন্টু গাজী, মোখলেছুর রহমান, আলমগীর হোসেন সরদার ও মোস্তাফিজুর রহমান মন্টু।

খিলগাঁও থানার মামলায় তদন্ত কর্মকর্তা মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আসামিদের কারাগারে আটক রাখার আবেদন করে আদালতে হাজির করেন। আসামিপক্ষের আইনজীবী কাজী নজীবুল্লাহ হিরু জামিন শুনানি করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক এ আদেশ দেন।

এর আগে সোমবার সন্ধ্যায় খিলগাঁও থানা এলাকায় ওই পুলিশ পরিদর্শককে মারধর করেন কাউন্সিলর সাখাওয়াত। এদিন রাতেই রামপুরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় কাউন্সিলর শওকতের ছেলে-ভাতিজাসহ আরও ৭জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শওকত ২৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হিসেবে নির্বাচিত হন।

আরএ

  • সর্বশেষ
  • পঠিত