ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

প্রভাবশালীর কবল থেকে কোল্ড স্টোরেজ রক্ষার দাবি

  নাটোর প্রতিনিধি

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২০, ০৪:২৮

প্রভাবশালীর কবল থেকে কোল্ড স্টোরেজ রক্ষার দাবি

নাটোরে প্রভাবশালী এক ব্যক্তির কবল থেকে নিজের কোল্ড স্টোরেজ রক্ষার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী।

রোববার তার প্রতিষ্ঠানে এক সংবাদ সম্মেলনে বিশ্বাস কোল্ড স্টোরেজের মালিক নজরুল ইসলাম বিশ্বাস তার প্রতিষ্ঠানটি রক্ষায় সকলের সহযোগিতা চান।

নজরুল বিশ্বাস অভিযোগ করেন, আর্থিক সংকটের কারণে প্রতিষ্ঠানটি বিক্রির জন্য নাটোর চিনিকলের কর্মচারী কামাল হোসেনের স্ত্রী আবিদা সুলতানার কাছ থেকে ৭৫ লাখ টাকা বায়না গ্রহণ করেন। শর্ত অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ব্যাংক ঋণমুক্ত করার কথা ছিল। কিন্তু তা না করে এবং পুরো প্রতিষ্ঠানটি ক্রয় না করে উল্টো মুনাফা ভোগ করেন কামাল হোসেন। এ অবস্থায় কোল্ড স্টোরেজের মালিক নজরুল বিশ্বাস সুদসহ আবিদা সুলতানার স্বামী কামাল হোসেনকে বায়নার ৭৫ লাখ টাকা পরিশোধ করে দেন। সংবাদ সম্মেলনে দাবি করা হয়, টাকা ফেরৎ পাওয়ার পরও কামাল হোসেন নানাভাবে হুমকি ও প্রতিবন্ধকতা সৃষ্টি করে বিশ্বাস কোল্ড স্টোরেজ দখলের চেষ্টা চালাচ্ছে।

এদিকে বায়নার ৭৫ লাখ টাকা ফেরৎ পাওয়ার কথা স্বীকার করে কামাল হোসেন জানান, দখলের অভিযোগ সঠিক নয়। বিশ্বাস কোল্ড স্টোরেজে যাতায়াতের রাস্তা নিয়ে একটু সমস্যা রয়েছে বলে দাবি করেন কামাল হোসেন।

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত