ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

হিলি বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

  হিলি প্রতিনিধি

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২০, ২১:৫৩

হিলি বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

ভারত কাস্টমসের সার্ভারে সমস্যা হওয়ায় হিলি স্থলবন্দর দিয়ে দুই-দেশের মাঝে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে।

সোমবার সকাল থেকে সে দেশের কাস্টমসের সার্ভার বিকল হওয়ায় আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ হয়েছে বলে জানিয়েছে আমদানিকারকরা।

হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তাানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন জানান, রোববার সন্ধ্যার পর থেকে ভারত হিলি কাস্টমসের সাথে ভারতের মালদাহ, কলকাতা ও দিল্লির সাথে সার্ভার সংযোগ বন্ধ হয়ে যায়। তারপর থেকে বাংলাদেশে পণ্য রপ্তানি নিয়ে বিড়ম্বনায় পড়েন ভারতীয় রপ্তানিকারকেরা। যার ফলে সকাল থেকে দুই-দেশের মাঝে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে।

হিলি পানামা পোর্ট লিংক এর জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক জানান, বাংলাদেশে ভারতীয় পণ্য আমদানি বন্ধ থাকলেও হিলি স্থবন্দরের পানামা পোর্টে আমদানি পণ্যের লোড-আনলোডের কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত