ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

মুসলমানদের পাশে দাঁড়ানোর আহ্বান চরমোনাই পীরের

  বরিশাল প্রতিনিধি

প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২০, ১৯:১৫  
আপডেট :
 ২৭ ফেব্রুয়ারি ২০২০, ১৯:২০

মুসলমানদের পাশে দাঁড়ানোর আহ্বান চরমোনাই পীরের

ইসলামী আন্দোলন বাংলাদেশ- এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেন, বাংলাদেশসহ বিশ্বের দেশে দেশে ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে। ভারতের মুসলমানদের নিশ্চিহ্ন করতে মোদী সরকার গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে। তিনি নির্যাতিত মুসলমানদের পাশে দাড়াতে মুসলিম উম্মাহর প্রতি আহ্বান জানান।

বৃহস্পতিবার দুপুরে চরমোনাই বার্ষিক মাহফিলের দ্বিতীয় দিনে মাহফিল মঞ্চে অনুষ্ঠিত ওলামা-মাশায়েখ ও সুধী সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় বক্তারা নদের রক্তে রঞ্জিত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এ দেশে এনে মুজিব শতবর্ষ পালনকে প্রশ্নবিদ্ধ না করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অনুরোধ জানান। তারা বলেন, মোদীকে ছাড়া কাউকে আনলে এ দেশের ধর্মপ্রাণ জনতার কোনো আপত্তি নেই।

তারা বলেন, মোদী শুধু সন্ত্রাসী নয়, সে সন্ত্রাসীদের গডফাদার ও মানবতার দুশমন। সন্ত্রাসীদের উসকে দিয়ে পুরো ভারতজুড়ে অশান্তির দাবানল জ্বালিয়ে রেখেছে মোদী। কাজেই মোদীকে বাংলাদেশের মুসলমানরা বরদাশত করবে না।

এ সময় বক্তব্য রাখেন মালয়েশিয়া শরীয়াহ বোর্ডের সাবেক প্রধান মুফতী ও মালয় প্রধানমন্ত্রীর সচিব শায়খ দাতু ওমাম জাহিদী বিন ওয়াসতেহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপ্যাল মাওলানা মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, নায়েবে আমীর মাওলানা আব্দুল হক আজাদ, আল্লামা নূরুল হুদা ফয়েজী, অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, শায়খ জাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের প্রতিষ্ঠাতা মহাপরিচালক মুফতী মিযানুর রহমান সাঈদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. মাইমুল আহসান খান ও ড. আফম খালিদ হোসাইনসহ অন্যান্যরা।

প্রসঙ্গত, আগামীকাল বেলা ১১টায় স্টেইজে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের উদ্যোগে সারাদেশ থেকে আগত শিক্ষার্থীদের নিয়ে ছাত্র-গণজমায়েত অনুষ্ঠিত হবে। শনিবার ফজরের নামাজ শেষে দোয়া মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে তিন দিনের মাহফিল।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত