ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ২০ মিনিট আগে
শিরোনাম

দুর্নীতির মামলায় রাজউক কর্মকর্তার কারাদণ্ড

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০৪ মার্চ ২০২০, ১৭:২৫

দুর্নীতির মামলায় রাজউক কর্মকর্তার কারাদণ্ড

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) বরখাস্ত হওয়া এক কর্মকর্তকে আয় বর্হিভূত সম্পদ অর্জনের দায়ে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

বুধবার ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক মো. শহিদুল ইসলাম এই রায় প্রদান করেন। এসময় জামিনে থাকা রাজউক কর্মকর্তা জুন্নু আদালতে উপস্থিত ছিলেন না।

দণ্ডিত জাজাউল হক মুন্সী জুন্নু (৪৭) রাজউকের ডিজাইন শাখার কর্মকর্তা ছিলেন। মামলা হওয়ার পর তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়। তিনি গোপালগঞ্জের বৌলতলীর কলপুর গ্রামের মৃত জুলফিকার আলী মুন্সীর ছেলে।

দুদকের আইনজীবী রুহুল ইসলাম খান জানান, কারাদণ্ডের পাশাপাশি পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে আসামি জুন্নুকে। ওই টাকা না দিলে তাকে আরো তিন মাস কারাভোগ করতে হবে।

দণ্ডিত জাজাউল হক মুন্সী জুন্নু ১৪ লাখ ৭০ হাজার ৫১৪ টাকা অবৈধ অর্থ দিয়ে জমি কিনেছেন অভিযোগ করে ২০১৫ সালের ১৫ ডিসেম্বর মতিঝিল থানায় এ মামলা করেন দুদকের উপপরিচালক এসএম রফিকুল ইসলাম। মামলাটি তদন্ত করে তিনি ২০১৭ সালের ১১ সেপ্টেম্বর আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেন। ২০১৮ সালের ২৫ মার্চ অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন বিচারক।

বাংলাদেশ জার্নাল/ এমএম

  • সর্বশেষ
  • পঠিত