ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৮ মিনিট আগে
শিরোনাম

দোকান বন্ধ করতে বলায় পুলিশের ওপর হামলা

  সিলেট প্রতিনিধি

প্রকাশ : ২৬ মার্চ ২০২০, ১৬:১৬  
আপডেট :
 ২৬ মার্চ ২০২০, ১৭:৩৩

দোকান বন্ধ করতে বলায় পুলিশের ওপর হামলা

দেশব্যাপী করোনাভাইরাসের সংক্রমণ থেকে সামাজিক দূরত্ব বজায় রাখতে সিলেটে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান ও ফার্মেসি ছাড়া বাকি দোকানপাট বন্ধ করতে বলায় পুলিশের ওপর হামলা চালিয়েছে ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের ধাওয়ায় ফিরে আসতে হয়েছে পুলিশ সদস্যদের।

বৃহস্পতিবার দুপুরের দিকে কানাইঘাট উপজেলার চতুলবাজারে এ ঘটনা ঘটে।

কানাইঘাট থানার ওসি মো. শামসুদ্দোহা জানান, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে চতুলবাজারে সব ধরনের দোকানপাট খুলে রাখে ব্যবসায়ীরা। বেলা ১টার দিকে বাজার ব্যবসায়ী সমিতির সভাপতিকে সাথে নিয়ে পুলিশ নিত্যপ্রয়োজনীয় পণ্য, ফার্মেসি ও কাঁচাবাজার ছাড়া বাকি স ব্যবসায় প্রতিষ্ঠান বন্ধ করার নির্দেশ দেয়।

এতে ক্ষেপে যান বাজারের ব্যবসায়ীরা। তারা দোকানপাট বন্ধ করতে অস্বীকৃতি জানান। এক পর্যায়ে তারা পুলিশের ওপর হামলার চেষ্টা করেন।

এদিকে, ব্যবসায়ীদের মারমুখি আচরণের কারণে বাজার থেকে ফিরে আসেন পুলিশ সদস্যরা। বাজার কমিটির নেতারা ব্যবসায়ীদের বুঝিয়ে দোকানপাট বন্ধ রাখার চেষ্টা করছেন।

তবে ব্যবসায়ীরা সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে দোকানপাট খোলা রাখার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত