ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৮ মিনিট আগে
শিরোনাম

কঠোর অবস্থানে সেনাবাহিনী

  বরিশাল প্রতিনিধি

প্রকাশ : ০২ এপ্রিল ২০২০, ১৬:৫৫

কঠোর অবস্থানে সেনাবাহিনী

ঘরে থাকার সরকারি নির্দেশ না মানায় করোনা সংক্রামণ ঝুঁকি বরিশাল নগরীতে বেড়ে যাওয়ায় জনসমাগম রোধে কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন এবং সেনাবাহিনী।

বৃহস্পতিবার সকাল থেকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হুদার নেতৃত্বে সেনাবাহিনী নগরীর বিভিন্ন সড়কে জোড়ালো টহল দেয়। এ সময় বিভিন্ন স্থানে থেমে থেমে অযথা রাস্তায় জমায়েত না করা, জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়া এবং মুদী ও ওষুধের দোকান ব্যতিত কোন ব্যবসা প্রতিষ্ঠান খোলা না রাখার নির্দেশনা দেন সেনাবাহিনীর সদস্যরা।

শেখ হাসিনা সেনা নিবাসের কর্মকর্তা মেজর সিদ্দিক মোবিন বলেন, বরিশাল বিভাগে জনসমাগম রোধে সেনাবাহিনীর ১৭টি দল জোড়দার টহল দিচ্ছে।

সেনাবাহিনীর টহল ছাড়াও পুলিশ সদস্যরা নগরীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে চেকপোস্ট স্থাপন করে সরকারি নির্দেশ অমান্য করে চলা যানবাহন আটকে দেয়। মোটরসাইকেলে কিংবা রিকশায় দুই বা ততোধিক যাত্রী থাকলে একজন ব্যতিত অন্যদের নামিয়ে দেয়। এ সময় তারা বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে মামলা দেয়।

এছাড়া র‌্যাবের একাধিক দল জনগসমাগম রোধে এবং জনগণকে নিজ নিজ ঘরে রাখতে নগরীসহ সর্বত্র জোড়দার টহল দিচ্ছে।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত