ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৬ মিনিট আগে
শিরোনাম

ফেসবুক হ্যাক চক্রের হোতা গ্রেপ্তার

  নাটোর প্রতিনিধি

প্রকাশ : ০৫ এপ্রিল ২০২০, ১৬:৩০

ফেসবুক হ্যাক চক্রের হোতা গ্রেপ্তার

নাটোরে সরকারি কর্মকর্তাদের ফেসবুক আইডি হ্যাক করে বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়া চক্রের মূল হোতা ফজলে রাব্বিকে গ্রেপ্তার করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর। তার বিরুদ্ধে আইসিটি আইনে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানায়, নাটোরের দিঘাপতিয়া এমকে কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র ও সিংড়া উপজেলার পাঁচতিরাইল গ্রামের জিয়াউর রহমানের ছেলে ফজলে রাব্বি ওরফে রাশেদুল সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ফেসবুক আইডি হ্যাক করে। এরপর বিকাশে মাধ্যমে টাকা হাতিয়ে নিতো। সম্প্রতি সরকারের এক উচ্চপদস্থ ব্যক্তির ফেসবুক আইডি হ্যাক করে টাকা হাতিয়ে নেওয়ার ঘটনা ঘটে।

এরপর অভিযান চালিয়ে ফেসবুক হ্যাকার ও বিকাশ প্রতারণ চক্রের মূল হোতা ফজলে রাব্বি ওরুফে রাশেদুলকে তার নিজ বাড়ি থেকে আটক করে এনএসআই। রোববার দুপুরে আটক ফজলে রাব্বিকে নাটোর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এই চক্রের সাথে আরও জড়িতদের গ্রেপ্তার করার চেষ্টা চলছে বলে বাংলাদেশ জার্নালকে জানান পুলিশ সুপার লিটন কুমার সাহা।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত