ঢাকা, বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫ মিনিট আগে
শিরোনাম

করোনার মধ্যে পাবনায় বোমা ‘আতঙ্ক’

  পাবনা প্রতিনিধি

প্রকাশ : ০৭ এপ্রিল ২০২০, ১৪:০৫

করোনার মধ্যে পাবনায় বোমা ‘আতঙ্ক’
ছবি: সংগৃহীত

করোনা ভাইরাসের আতঙ্কের মধ্যেই পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী দিয়াড় বাঘইল গ্রামে দুটি বাড়ির দরজা থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। আর এরপর থেকেই আতঙ্কে আছে ওই দুই পরিবার। মঙ্গলবার সকালে কে বা কারা এই বোমা রেখে গেছে।

পাশাপাশি দুই বাড়িতে দুটি বোমা রাখায় এলাকায় ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে।

এলাকাবাসী জানান, পাকশীর দিয়াড় বাঘইল হাজিপাড়ায় (ক্লাব মোড় করিমের মিল) সংলগ্ন মো. শফিকুল ইসলাম প্রামাণিক ও আব্দুল গাফফার প্রামাণিকের বাড়িতে এ বোমা রাখা হয়। ইলেকট্রিক মোটা তারের দুই মাথায় দুটি বোমা রাখা হয়েছে।

বাড়ির মালিক শফিকুল ইসলাম জানান, গত বছরের ৮ জুন তাকে প্রাণনাশের হুমকি দিয়ে কে বা কারা উড়োচিঠি দেয়। চারদিন আগে পেট্রল ঢেলে রেখে যায় অজ্ঞাত কেউ। এসব ঘটনায় তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।

রূপপুর পারমাণবিক প্রকল্পের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বিকাশ চক্রবর্তী জানান, বাড়ি দুটি পুলিশ ঘিরে রেখেছে। পাবনা থেকে এক্সপার্ট দল আসার পর বোমাগুলো আসল কিনা তা জানা যাবে।

বাংলাদেশ জার্নাল/এইচকে

  • সর্বশেষ
  • পঠিত