ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

কবর জিয়ারতে না যেতে নোটিশ

কবর জিয়ারতে না যেতে নোটিশ

নভেল করোনাভাইরাসের মহামারী ঠেকাতে গোটা দেশ লকডাউনের মধ্যে মসজিদের পর কবরস্থান জিয়ারতেও আপাতত না যাওয়ার আহ্বান জানিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মৃত ব্যক্তির দাফনের কাজ স্বাভাবিক গতিতেই চলবে বলে।

ঢাকা উত্তর সিটির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাসের মারাত্মক সংক্রমণ থেকে জনসাধারণকে রক্ষা করার উদ্দেশে এবং সামাজিক দূরত্ব নিশ্চিত করার স্বার্থে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কবরস্থানসমূহে কবর জিয়ারত, দোয়া, মোনাজাত ইত্যাদি সাময়িকভাবে বন্ধ রয়েছে। তাই ডিএনসিসির কবরস্থানসমূহে কবর জিয়ারত থেকে বিরত থাকার অনুরোধ জানানো হচ্ছে।

ছোঁয়াচে রোগ কোভিড-১৯ সংক্রমণ ঠেকাতে একদিন আগেই মসজিদে মুসল্লিদের যেতে বারণ করে দেয় সরকার।

ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুন বলেন, রোগটির মারাত্মক সংক্রমণ থেকে জনসাধারণকে রক্ষা করার উদ্দেশ্যে এবং সামাজিক দূরত্ব নিশ্চিত করতেই ডিএনসিসি এ সিদ্ধান্ত নিয়েছে। শবে বরাত সামনে। শবে বরাতের রাতে কবরস্থানে অনেকে জিয়ারত করতে আসেন। সে সময় ভিড় বেড়ে যায়। বর্তমান অবস্থার প্রেক্ষিতে তা ঝুঁকিপূর্ণ হতে পারে। সোশ্যাল ডিসস্ট্যান্স রক্ষা করে মানুষকে নিরাপদ রাখতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • পঠিত