ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

লাইনে দাঁড়াতে সংকোচ, খাবার পৌঁছে দেবে জেলা প্রশাসন

  ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ : ০৯ এপ্রিল ২০২০, ১৬:৪১  
আপডেট :
 ০৯ এপ্রিল ২০২০, ১৭:১৮

লাইনে দাঁড়াতে সংকোচ, খাবার পৌঁছে দেবে জেলা প্রশাসন

করোনার এই মহামারিতে যারা লাইনে দাঁড়িয়ে ত্রাণ বা খাদ্য গ্রহণে সংকোচ বোধ করছেন তাদের জন্য বিশেষ ব্যবস্থা করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন।

অনলাইনে ফরম পূরণ করলেই বাড়িতে খাদ্য পৌঁছে দিচ্ছে জেলা প্রশাসনের পক্ষ থেকে।

এজন্য জেলার সরকারি ওয়েবসাইটে একটি উন্মুক্ত ফরম খুলে দেয়া হয়েছে। যেখানে প্রয়োজনীয় তথ্য প্রদান করে সাবমিট করতে বলা হয়েছে।

সেখানে বলা হয়েছে, করোনাভাইরাস পরিস্থিতিতে যে সকল ব্রাহ্মণবাড়িয়াবাসীর খাদ‍্য সহায়তা প্রয়োজন কিন্তু লাইনে দাঁড়িয়ে সহায়তা গ্রহণে সংকোচ বোধ করছেন, তারা অনুগ্রহপূর্বক নিচের ফর্মটি পূরণ করে 'জমা দিন' বাটনে ক্লিক করে সাবমিট করুন। গোপনীয়তা রক্ষা করা হবে। * (স্টার) চিহ্নিত শর্তগুলো অবশ্যই পূরণ করতে হবে।

আবেদন করতে এখানে ক্লিক করুন... 

উল্লেখ্য, দেশে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১১২ জন। এ নিয়ে করোনায় মোট ২১ জনের মৃত্যু ও ৩৩০ জন আক্রান্ত হলেন।

বাংলাদেশ জার্নাল/আইএন/ এনএনএইচ

  • সর্বশেষ
  • পঠিত