ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা লকডাউন

  রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ : ২০ এপ্রিল ২০২০, ০৩:১০  
আপডেট :
 ২০ এপ্রিল ২০২০, ০৩:১৩

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা লকডাউন
ফাইল ছবি

রাজবাড়ীর বালিয়াকান্দিতে প্রথম এক যুবকের (১৮) করোনাভাইরাস শনাক্ত হওয়ায় সংক্রমণ রোধের জন্য বালিয়াকান্দি উপজেলাকে অনির্দিষ্ট কালের জন্য অবরুদ্ধ ঘোষণা করেছেন স্থানীয় প্রশাসন।

রোববার রাত ১২টা থেকে এই ঘোষণা কার্যকর হয়েছে বলে নিশ্চিত করেছেন নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম।

তিনি বলেন, করোনাভাইরাসের সংক্রমণ ঝুঁকি মোকাবেলায় বালিয়াকান্দি উপজেলাকে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত অবরুদ্ধ ঘোষণা করা হয়েছে।

‘নিত্য প্রয়োজনীয় পণ্য ও কাঁচা বাজার সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত খোলা রাখা যাবে। এ সময়ের আগে বা পরে কোন বাজার বা দোকান খোলা যাবে না। তাছাড়া পেঁয়াজের বাজারও বন্ধ থাকবে।’

রাজবাড়ী সিভিল সার্জন ডা. নুরুল ইসলাম বলেন, রাজবাড়ীর বিভিন্ন উপজেলা থেকে ৪৫ জনের নমুনা সংগ্রহ করে ঢাকার আইইডিসিআর-এ পাঠানো হয়েছিলো। এর মধ্যে একজনের করোনা পজেটিভ এসেছে। তিনি বালিয়াকান্দি উপজেলার জঙ্গল গ্রামের বাসিন্দা। রাতেই তাকে আইসোলেশন সেন্টারে নেয়া হয়েছে।

বাংলাদেশ জার্নাল/এইচকে

  • সর্বশেষ
  • পঠিত