ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

জমিতে ধান কাটছেন প্রাথমিক শিক্ষিকা!

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৯ এপ্রিল ২০২০, ১১:৫৮

জমিতে ধান কাটছেন প্রাথমিক শিক্ষিকা!

করোনার কারণে সারাদেশেই কৃষি শ্রমিক সংকটে বোরো ধান কাটা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। সময়মতো পাকা ধান ঘরে তুলতে না পারলে শিলা বৃষ্টি বা ঝড়ে মাটিতে পড়ে নষ্ট হবার সম্ভাবনা দেখা দিয়েছে।

কৃষকদের ঠিক এই সংকটময় মুহূর্তে কাস্তে হাতে মাঠে নেমে পড়েছেন হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকা। নিছক ছবি তোলার জন্য নয়, তিনি প্রতিদিন ভোর হতে কৃষকদের সাথে থেকে নিরলসভাবে ধান কেটে যাচ্ছেন। তার এই ভুমিকায় প্রশংসা করছেন সবাই।

ইউপি চেয়ারম্যান ফারুক পাঠান বলেন, ‘শিক্ষক ডলিপ্রভা রায় প্রতিদিন মাঠে ধান কেটে কৃষকদের উৎসাহ দিচ্ছেন। তার মতো করে যদি আরো নারী পুরুষ করোনার সংকটময়ে ধান কেটে কৃষকদের সহযোগীতা করতে এগিয়ে আসে তাহলে বন্যা, ঝড়, শিলা বৃষ্টির আগেই ধান ঘরে তুলা যেতে। এতে দেশের খাদ্য সংকট কমে যাবে।’

এ প্রসঙ্গে শিক্ষক ডলি প্রভা রায় বলেন, ‘করোনা এখন পৃথিবীর বড় সংকট। কিন্তু এর চেয়ে বড় সংকট দেখা দিতে পারে খাদ্য সংকট। প্রধানমন্ত্রী ও প্রাথমিক শিক্ষা পরিচালক বলেছেন, বোরো ধান কর্তনে আমরা যেন কৃষকের পাশে দাঁড়াই। তাই আমার নিজের চেতনাবোধ থেকে কৃষকদের সাথে ধান কাটছি। যাতে কৃষক বন্ধুরা সহজেই তাদের ধান ঘরে তুলতে পারে। কারণ ঘরে যদি খাদ্য না থাকে তখন অবরুদ্ধ হয়ে করোনার চেয়ে বহু মানুষ না খেয়ে মরবে।’

প্রাথমিক শিক্ষিকা ডলি প্রভা রায়ের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে সবাই।

বাংলাদেশ জার্নাল/কেআই

  • সর্বশেষ
  • পঠিত