ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৯ মিনিট আগে
শিরোনাম

সংক্ষিপ্ত আয়োজনে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী

  বরিশাল প্রতিনিধি

প্রকাশ : ০৮ মে ২০২০, ২১:৩৫

সংক্ষিপ্ত আয়োজনে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী

বরিশালে সংক্ষিপ্ত আয়োজনে পালিত হয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৯ তম জন্মবার্ষিকী। উদীচী বরিশালের আয়োজনে এবং বরিশাল নাটক, জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ ও আবৃত্তি পরিষদের অংশগ্রহণে জন্মবার্ষিকী পালিত হয়।

শুক্রবার সকাল ১১টায় নগরীর বরিশাল কলেজ সংলগ্ন উদীচী কার্যালয়ে সামাজিক দূরত্ব মেনে এই কর্মসূচি পালন করা হয়।

আয়োজক সংগঠন উদীচী বরিশালের সভাপতি সাইফুর রহমান মিরন জানান, ২৫ শে বৈশাখ কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। কিন্তু করোনার পরিস্থিতির কারণে এবার ব্যাপক আয়োজনে জন্মদিন পালন করা যায়নি। তবে রবীন্দ্রনাথ ঠাকুর যে চির নতুনের ডাক দিয়েছিলেন, সেই আহ্বানে সাড়া দিয়ে সীমিত পরিসরে এই কর্মসূচি পালন করা হয়।

এ সময় বরিশাল সাংষ্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি কাজল ঘোষ, উদীচী সভাপতি সাইফুর রহমান মিরন, আবৃত্তি পরিষদের সভাপতি আজমল হোসেন লাবু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব বিশ্বনাথ দাস মুন্সিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত