ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

শিশুর সংস্পর্শে এসে বাড়ির ১৪ জন করোনায় আক্রান্ত

  রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

প্রকাশ : ১৫ মে ২০২০, ১৮:২৯

শিশুর সংস্পর্শে এসে বাড়ির ১৪ জন করোনায় আক্রান্ত

লক্ষ্মীপুরের রায়পুরে প্রথম আক্রান্ত শিশুর সংস্পর্শে এসে আরো দুইজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে ১৮ জন হলো।

এছাড়া ওই শিশুর সংস্পর্শে এসে টেস্টের পর বৃহস্পতিবার ১২ জনের করোনা পজিটিভ আসে। আক্রান্তরা সবাই উপজেলার সোনাপুর ইউপির রাখালিয়া গ্রামের একই বাড়িতে থাকে।

শুক্রবার সকালে এসব তথ্য জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাকির হোসেন।

তিনি জানান, কয়েকদিন ধরে জ্বর ও সর্দিতে ভুগছিল ওই শিশু। পরে পৌর শহরের সেবা হাসপাতাল থেকে তার চিকিৎসা দেয়া হয়। এরপরও ভালো না হলে ২ মে নমুনা সংগ্রহ করে চট্টগ্রামের ফৌজদারহাটের বিআইটিআইডিতে পাঠানো হয়। ৪ মে তার করোনা পজিটিভ আসে।

এ ঘটনায় সেবা হাসপাতালসহ ওই পরিবারটি ছাড়াও আশপাশের কয়েকটি পরিবারকে লকডাউন করা হয়। এছাড়া আক্রান্ত শিশুর সংস্পর্শে আসা আত্মীয়স্বজন-চিকিৎসকসহ ২৪ জনের নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য বিভাগ। যার মধ্যে দুইদিনে ১৪ জনের করোনা শনাক্ত হয়।

তিনি আরো জানান, আক্রান্তদের হোম আইসোলেশনে থাকার পরামর্শ দেয়া হয়েছে। একইসঙ্গে ওই শিশুর সংস্পর্শে আসা আরো কয়েকজনের নমুনা সংগ্রহ করা হয়েছে।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত