ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫ মিনিট আগে
শিরোনাম

ঠাকুরগাঁওয়ে নতুন আক্রান্ত ১১ জন

  ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ : ০২ জুন ২০২০, ১৬:৫২

ঠাকুরগাঁওয়ে নতুন আক্রান্ত ১১ জন

ঠাকুরগাঁওয়ে নতুন করে দুই স্বাস্থ্যকর্মীসহ ১১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ১২২ জন। এরমধ্যে মারা গেছেন একজন।

সূত্র জানায়, নতুন করে করোনা আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় রয়েছেন সাতজন, বালিয়াডাঙ্গী উপজেলায় তিনজন ও হরিপুর উপজেলায় একজন।

সদর উপজেলায় আক্রান্তদের মধ্যে দুজন সদর হাসপাতালের স্বাস্থ্যকর্মী। তারা স্বামী-স্ত্রী। এছাড়া শহরের মুসলিমনগর এলাকায় আক্রান্ত হয়েছেন চারজন। তাদের মধ্যে দুজন নারী ও দুজন পুরুষ। অপরদিকে সদর উপজেলার বড়গাঁ ইউনিয়নের জালালী গ্রামের ৪৮ বছর বয়সী একজন পুরুষ করোনায় আক্রান্ত হয়েছেন।

বালিয়াডাঙ্গী উপজেলায় আক্রান্ত হয়েছেন তিনজন। তাদের মধ্যে একজন পুরুষ ও বাকি দুজন মহিলা। আক্রান্তদের মধ্যে দুইজনের বাড়ি উপজেলার লালাপুর গ্রামে ও আক্রান্ত অপরজনের বাড়ি চাড়োল ইউনিয়নে।

এছাড়া হরিপুর উপজেলায় ৯০ বছর বয়সী একজন পুরুষ নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। তার বাসা উপজেলার হরিপুর ইউনিয়নে।

সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার জানান, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষায় নতুন ১১ জন শনাক্ত হয়েছেন। জেলায় সর্বমোট করোনা আক্রান্তের সংখ্যা ১২২ জন। যাদের মধ্যে ২৫ জন সুস্থ হয়ে বাড়ি গেছেন।

বাংলাদেশ জার্নাল/আরকে

  • সর্বশেষ
  • পঠিত