ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

করোনাযোদ্ধাদের পাশে পুলিশ

  ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ : ১৮ জুন ২০২০, ১৭:৪৬

করোনাযোদ্ধাদের পাশে পুলিশ

করোনা শনাক্তের প্রথম সারির যোদ্ধা হিসেবে নমুনা সংগ্রহকারীদের মনোবল বৃদ্ধি, আরো অধিক পরিমাণে সুরক্ষা প্রদানে এগিয়ে এসেছে ময়মনসিংহ জেলা পুলিশ।

জেলা পুলিশ সুপার আহমার উজ্জামানের নির্দেশে জেলার সকল করোনা নমুনা সংগ্রহকারীদের তালিকা তৈরী ও তাদের সুরক্ষাসামগ্রী প্রদানের উদ্যোগ নিয়েছে পুলিশ।

এরই অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুরে নগরীর ১ নং পুলিশ ফাঁড়ির সামনে ফাঁড়ির টিএসআই ফারুক হোসেন ৫৮ জন করোনার নমুনা সংগ্রহকারীদের মাঝে সুরক্ষাসামগ্রী তুলে দেন। সুরক্ষাসামগ্রীর মাঝে পিপিই, হ্যান্ড গ্লাভস, মাস্ক, সেনিটাইজার ও ঝুড়ি ভর্তি বিভিন্ন ফলমূল ছিলো।

উলে­খ্য, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ১০ জনসহ জেলার সকল উপজেলা হাসপাতালের অধীন করোনার এই মহাদুর্যোগকালীন সময়ে ৫৮ নমুনা সংগ্রহকারী যোদ্ধা ঝুঁকি নিয়ে সাহসিকতার সাথে শহর থেকে গ্রাম, গ্রাম থেকে পাড়া মহল্লায় ঘুরে ঘুরে করোনার নমুনা সংগ্রহ করে আসছে।

স্বাস্থ্য সুরক্ষায় অপ্রতুল সুরক্ষাসামগ্রী নিয়ে প্রথম ধাপের এই সাহসি যোদ্ধারা নিজেদের পরিবারের কথা না ভেবে নানা চড়াই উৎড়াই পেড়িয়ে দায়িত্ব পালন করে চলছে।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত