ঢাকা, বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৪ মিনিট আগে
শিরোনাম

যশোরে নতুন করে ৪২ জনের করোনা শনাক্ত

  যশোর প্রতিনিধি

প্রকাশ : ০২ জুলাই ২০২০, ০০:২০

যশোরে নতুন করে ৪২ জনের করোনা শনাক্ত

যশোরে নতুন করে আরও ৪২ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় ৬৪২ জনের করোনা শনাক্ত হয়েছে।

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনোম সেন্টারের পরীক্ষণ দলের সদস্য ড. শিরিন নিগার জানান, বুধবার যশোরের ১১০ জনের নমুনা পরীক্ষা করে ৪২ জনের ও মাগুরার ৪৯ জনের নমুনা পরীক্ষা করে ৮ জনের নমুনাতে করোনা পজিটিভ ফলাফল আসে। খুলনার ১০টি নমুনা পরীক্ষা করে সবগুলোর ফলাফল নেগেটিভ এসেছে।

অর্থাৎ যবিপ্রবির ল্যাবে মোট ১৬৯ জনের নমুনা পরীক্ষা করে ৫০ জনের করোনা পজিটিভ ফলাফল এসেছে। পরীক্ষা সংক্রান্ত সকল তথ্য সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জন অফিসে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।

এবিষয়ে যশোর সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন বলেন, সকালে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ৪২ জনের করোনা পজিটিভ ফল এসেছে। সবকটিই নতুন পজিটিভ।

করোনায় আক্রান্ত হয়ে জেলায় এ পর্যন্ত মারা গেছেন ১৩ জন। আর সুস্থ হয়েছেন ১৯২ জন।

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত