ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

লকডাউন: ওয়ারীর কন্ট্রোল রুমের হটলাইন নম্বর বন্ধ

  সুশান্ত সাহা

প্রকাশ : ০৩ জুলাই ২০২০, ২০:৫৮  
আপডেট :
 ০৩ জুলাই ২০২০, ২১:০১

লকডাউন: ওয়ারীর কন্ট্রোল রুমের হটলাইন নম্বর বন্ধ

রাত পোহালেই লকডাউনে যাচ্ছে রাজধানীর দক্ষিণ সিটি কর্পোরেশনের এলাকা ওয়ারী। অথচ ওই এলাকার বাসিন্দাদের জন্য নির্ধারিত কন্ট্রোল রুমের হটলাইন নম্বর দুটি এখনো বন্ধ রয়েছে।

শুক্রবার রাত সাড়ে ৮টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত লকডাউন এলাকার কন্ট্রোল রুমের হট লাইনের নম্বর দুটি বন্ধ পাওয়া যায়।

লারমিনি স্ট্রীট গলির বাসিন্দা মঈন মোশারফ বলেন, ‘শুনেছি ওয়ারী আগামীকাল লকডাউন হচ্ছে। কিন্তু লকডাউন এলাকার কন্ট্রোল রুমের নম্বরে চেষ্টা করলে বন্ধ পাচ্ছি। এখন, এই লকডাউনে বাজার-সদাই কীভাবে পাবো, অফিস না গেলে আবার চাকরি থাকবে না তাহলে ঘরভাড়া কীভাবে দেব?- এসব বিষয়গুলো জানবো কীভাবে, কে জানাবে?’

এ বিষয়ে জানতে ৪১ নং ওয়ার্ড কমিশনার সারোয়ার হোসেন আলোর সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি।

উল্লেখ্য, রেড জোন হিসেবে চিহ্নিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ওয়ারী এলাকাকে শনিবার (৪ জুলাই) সকাল ৬টা থেকে ২১ দিনের জন্য লকডাউন করা হবে। তিনটি রোড ও পাঁচটি গলি এই লকডাউনের অধীনে থাকবে।

রোডগুলো হলো- টিপু সুলতান রোড, যোগীনগর রোড ও ঢাকা-সিলেট মহাসড়ক (জয়কালী মন্দির থেকে বলধা গার্ডেন)।

গলিগুলোর মধ্যে রয়েছে লারমিনি স্ট্রীট, হেয়ার স্ট্রীট, ওয়্যার স্ট্রীট, র‌্যাংকিং স্ট্রীট ও নবাব স্ট্রীট। লকডাউন চলাকালীন সময় জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হতে পারবে না। জরুরি প্রয়োজনে স্বাস্থ্যবিধি মেনে র‌্যাংকিং স্ট্রিট উত্তরা ব্যাংকের রাস্তার মুখ এবং ওয়্যার স্ট্রীট হট কেকের মুখ দিয়ে যাতায়াত করতে পারবেন।

আরও পড়ুন: রাত পোহালেই লকডাউন হচ্ছে ওয়ারী

বাংলাদেশ জার্নাল/এনএইচ

  • সর্বশেষ
  • পঠিত