ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ২১ মিনিট আগে
শিরোনাম

ইসলামী ব্যাংকের ৩৪ জনের করোনা, শাখা লকডাউন

  জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ : ০৪ জুলাই ২০২০, ১৭:১৬

ইসলামী ব্যাংকের ৩৪ জনের করোনা, শাখা লকডাউন

ইসলামী ব্যাংকের জয়পুরহাট শাখার ব্যবস্থাপকসহ ৩৪ জন কর্মকর্তা-কর্মচারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

শনিবার সকাল থেকে করোনা সংক্রমণ রোধ ও গ্রাহকদের সুরক্ষায় প্রশাসনের পক্ষ থেকে ইসলামী ব্যাংকের এই শাখা লকডাউন ঘোষণা করা হয়েছে।

জয়পুরহাটের সিভিল সার্জন ডা. সেলিম মিঞা শনিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন।

ব্যাংকের ব্যবস্থাপক মঈন উদ্দীন জানান, নমুনা পরীক্ষার ফলাফল বিলম্বের কারণে বগুড়ার বেসরকারি টিএমএসএস মেডিকেল হাসপাতাল ল্যাবে তাদের ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষা করে ৩৪ জনের করোনা শনাক হয়। পরে ব্যাংকটি লকডাউন করে প্রশাসন। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত শাখায় লেনদেনসহ সব কার্যক্রম বন্ধ থাকবে।

সিভিল সার্জন ডা. সেলিম মিঞা জানান, জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৪৪৯ জন। এখন পর্যন্ত জেলায় মোট সুস্থ হয়েছেন ২০৭ জন। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখনও পর্যন্ত জেলায় কারো মৃত্যু হয়নি বলেও তিনি জানান।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত