ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

দেশে করোনামুক্ত ৭২ হাজারের বেশি

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৫ জুলাই ২০২০, ১৭:১০  
আপডেট :
 ০৫ জুলাই ২০২০, ১৭:২২

দেশে করোনামুক্ত ৭২ হাজারের বেশি
ফাইল ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ৯০৪ জন করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন মোট ৭২ হাজার ৬২৫ করোনা আক্রান্ত রোগী।

রোববার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

ব্রিফিংয়ে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৯৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট ৮ লাখ ৪৬ হাজার ৬২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। একদিনে সুস্থ হয়েছেন ১ হাজার ৯০৪ জন। মোট সুস্থ হয়েছেন ৭২ হাজার ৬২৫ জন। রোগী শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪৪ দশমিক ৭২ এবং মৃত্যুর হার ১ দশমিক ২৬ শতাংশ।

ব্রিফিংয়ে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৯ দশমিক ৫৭ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৯ দশমিক ২০ শতাংশ।

এদিকে গত ২৪ ঘণ্টায় আরও ২ হাজার ৭৩৮ জনের দেহে করোনার সংক্রমণ ধরা পড়েছে। ফলে দেশে শনাক্ত করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬২ হাজার ৪১৭ জনে। একই সময়ে আক্রান্তদের মধ্যে আরও ৫৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট ২ হাজার ৫২ জনের মৃত্যু হল।

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত