ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৬ মিনিট আগে
শিরোনাম

কুমেক করোনা ইউনিটে আরও তিনজনের মৃত্যু

  কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ : ১৪ জুলাই ২০২০, ০৩:৪২  
আপডেট :
 ১৪ জুলাই ২০২০, ০৩:৪৮

কুমেক করোনা ইউনিটে আরও তিনজনের মৃত্যু

কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে একদিনে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে এক নারীসহ আরও তিনজন মারা গেছেন। এদের মধ্যে হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউতে একজন, করোনা ওয়ার্ডে একজন এবং আইসোলেশনে একজন মারা যান।

সোমবার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারি সার্জন ডা. মোয়াজ্জেম এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, করোনা উপসর্গ নিয়ে আইসোলেশনে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার আলী আহম্মেদের ছেলে শের খান (৬০), আইসিইউতে কুমিল্লা আদর্শ সদর উপজেলার গোবিন্দপুর এলাকার জাহাঙ্গীরের ছেলে সুজন (৩১) এবং করোনা ওয়ার্ডে কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা এলাকার মাহেরপুর গ্রামের ফজলুর রহমানের মেয়ে রোকসানা বেগম (৭০) মারা যান।

এখন পর্যন্ত করোনা ইউনিটে পজিটিভ ও উপসর্গ নিয়ে মারা গেছেন ১৯৮ জন। এদের মধ্যে করোনা পজিটিভ ৬৮জন ও করোনা উপসর্গে ১৩০ জন।

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত