ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৮ মিনিট আগে
শিরোনাম

‘বিশ্বাস আর শ্রদ্ধার ভিত্তিতে বাংলাদেশ-ভারত সম্পর্ক’

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৮ জুলাই ২০২০, ০০:৪০

‘বিশ্বাস আর শ্রদ্ধার ভিত্তিতে বাংলাদেশ-ভারত সম্পর্ক’

পারস্পরিক বিশ্বাস আর শ্রদ্ধার ভিত্তিতে রচিত বাংলাদেশ-ভারত সম্পর্ক বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. জয়শংকর।

সোমবার বাংলাদেশ রেলওয়েকে ১০টি ব্রডগেজ লোকোমোটিভ (ইঞ্জিন) হস্তান্তর ভার্চ্যুয়াল অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। তিনি বলেন, বাংলাদেশের অর্থনৈতিক, অবকাঠামো, নিরাপত্তাসহ সার্বিক বিষয়ে দু’দেশের মধ্যে সোনালি অধ্যায় চলছে।

তিনি আরও বলেন, সম্প্রতি স্থল সীমান্ত দিয়ে বাণিজ্য বাধাগ্রস্ত হওয়ায় ভারত ও বাংলাদেশ কোভিড-১৯ মহামারির প্রভাব কমাতে রেল সহযোগিতা আরও বাড়িয়েছে। ব্যয় সাশ্রয়ী ও পরিবেশবান্ধব বাহন হিসেবে রেল আন্তঃসীমান্ত পণ্য পরিবহনে সহায়তা করেছে। জুন মাসে দু’দেশের মধ্যে সবচেয়ে বেশি মালবাহী ট্রেন চলাচল হয়েরছ।

ড. জয়শংকর কোভিড-১৯ মহামারিতেও দ্বিপাক্ষিক সহযোগিতা হ্রাস না পাওয়ায় সন্তোষ প্রকাশ করে বলেন, চলমান ঐতিহাসিক মুজিববর্ষে এ জাতীয় আরও মাইলফলক অতিক্রম করবে।

বাংলাদেশ জার্নাল/ এমএম

  • সর্বশেষ
  • পঠিত