ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৬ মিনিট আগে
শিরোনাম

বন্যার পানিতে ডুবে ৭ জনের মৃত্যু, মোট ১৬৬

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১১ আগস্ট ২০২০, ২১:১১  
আপডেট :
 ১১ আগস্ট ২০২০, ২১:১৩

বন্যার পানিতে ডুবে ৭ জনের মৃত্যু, মোট ১৬৬

দেশের বিভিন্ন জেলায় বন্যার পানিতে ডুবে গত ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬৬ জনে।

নতুন মৃত্যু ৭ জনের মধ্যে লালমনিরহাটে একজন, টাঙ্গাইলে একজন, কিশোরগঞ্জে তিনজন, ঢাকায় একজন ও গাজীপুরের একজন রয়েছেন।

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, বর্তমানে দেশের ৩৩ জেলায় বন্যা চলছে। বন্যাকবলিত সব জেলায় (৩০ জুন থেকে ৯ আগস্ট পর্যন্ত) ডায়রিয়া, পানিতে ডুবে, বজ্রপাতে, সাপের কামড়ে ও অন্যান্য কারণে মোট ১৯৮ জনের মৃত্যু হয়েছে।

সূত্র আরও জানায়, স্বাস্থ্য অধিদফতরের ২ হাজার ৭৭৫ জনের একটি মেডিকেল টিম বন্যাকবলিত জেলাগুলোতে চিকিৎসা সেবা প্রদান করছে। মেডিকেল টিম এ পর্যন্ত ডায়রিয়ায় ১৪ হাজার ৫৭০ জন, শ্বাসতন্ত্রের প্রদাহ (আরটিআই) ৪ হাজার ৭০৯ জন, বজ্রপাতে ৪৭ জন, সাপের কামড়ে ৫১ জন, পানিতে ডুবে ১৬৬ জন, চর্মরোগে ৮ হাজার ২১৭ জন, চোখের প্রদাহ ৯৬৮ জন, আঘাতপ্রাপ্ত ৮১০ জন এবং অন্যান্য রোগে আক্রান্ত ১০ হাজার ৫২৪ জনসহ মোট ৩৮ হাজার ৬০১ জনকে চিকিৎসা প্রদান করেছে।

  • সর্বশেষ
  • পঠিত