ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫ মিনিট আগে
শিরোনাম

লক্ষ্মীপুরে দুই ইউপি উপ-নির্বাচনের তফসিল ঘোষণা

  রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২০, ০৪:৫৩

লক্ষ্মীপুরে দুই ইউপি উপ-নির্বাচনের তফসিল ঘোষণা

লক্ষ্মীপুরে সদর উপজেলার চন্দ্রগঞ্জ ও রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা স্বপন কুমার ভৌমিক ও রায়পুর উপজেলা নির্বাচন কর্মকর্তা দীপক বিশ্বাস তফসিল ঘোষণা করেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, আগামি ১৬ থেকে ২৩ সেপ্টেম্বর উপজেলা নির্বাচন কর্মকর্তার সংশ্লিষ্ট কার্যালয় থেকে মনোনয়নপত্র গ্রহণ ও দাখিল, ২৬ সেপ্টেম্বর বাছাই, ০৩ অক্টোবর মনোনয়নপত্র প্রত্যাহার ও ২০ অক্টোবর ভোটগ্রহণের সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা স্বপন কুমার ভৌমিক জানান, চন্দ্রগঞ্জ ও কেরোয়া ইউনিয়নের চেয়ারম্যানদের মৃত্যুজনিত কারণে নির্বাচন কমিশন ইউনিয়ন দুটির চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা করে এ তফসিল ঘোষণা করেন।

গত ১৪ জুলাই রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. শাহজাহান কামাল ও ১৬ আগস্ট চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল করোনা আক্রান্ত হয়ে মারা যান।

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত