ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৭ মিনিট আগে
শিরোনাম

স্কুল ছাত্রের হামলায় গাড়ি চালকের মৃত্যু

  বরিশাল প্রতিনিধি

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২০, ০২:২৬

স্কুল ছাত্রের হামলায় গাড়ি চালকের মৃত্যু

বরিশাল নগরীর কাউনিয়ায় স্কুল পড়ুয়া কিশোরের এলোপাথাড়ি কিল-ঘুষিতে নিহত হয়েছেন গাড়ি চালক হেলাল উদ্দিন (৪২)।

বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর কাউনিয়া মৃধা বাড়ি সংলগ্ন এলাকায় এ ঘটনার পরপরই অভিযুক্ত সাকিবকে আটকে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা।

নিহত হেলাল ওই এলাকার মৃধা বাড়ির বাসিন্দা। এক ছেলে ও এক কন্যার পিতা হেলাল উদ্দিন বরিশালের অমৃত ফুট প্রডাক্টস এর গাড়ি চালক ছিলেন। আটককৃত সাকিব স্থানীয় কামাল উদ্দিনের বাড়ির ভাড়াটিয়া নুরুজ্জামানের ছেলে এবং দশম শ্রেণীর ছাত্র।

স্থানীয়রা জানান, তুচ্ছ ঘটনা নিয়ে নিহত হেলাল উদ্দিনের সাথে বাকবিতন্ডা হয় একই এলাকার সাকিবের। বাকবিতন্ডার এক পর্যায়ে সাকিব এলোপাথাড়ি কিলঘুষি মারতে থাকে। এতে হেলাল জ্ঞান হারিয়ে ফেলেন। স্থানীরা হেলালকে উদ্ধার করে দ্রুত শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানকার জরুরী বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন হেলালকে।

এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে তাৎক্ষনিক সাকিবকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। এ ব্যাপারে বরিশাল মেট্রোপলিটন কাউনিয়া থানার পরিদর্শক (তদন্ত) ছগির হোসেন জানান, হাসপাতাল থেকে হেলাল উদ্দিনের মরদেহ উদ্ধার কর ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

এছাড়া অভিযুক্ত সাকিবকে স্থানীয়রা আটকে পুলিশে দিয়েছে। এ ঘটনায় মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ জার্নাল/এমএম

  • সর্বশেষ
  • পঠিত