ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

হিলিতে গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ কার্যক্রম শুরু

  হিলি প্রতিনিধি

প্রকাশ : ০১ অক্টোবর ২০২০, ১৫:০৩

হিলিতে গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ কার্যক্রম শুরু

“মুজিববর্ষের অঙ্গীকার, সড়ক হবে সংস্কার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে হিলিতে মাসব্যাপী গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ কার্যক্রম শুরু হয়েছে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় উপজেলার হিলি-দলারদরগা (বোয়ালদাড় ভায়া) সড়ক সংস্কারের মাধ্যমে এই কার্যক্রম শুরু হয়।

এ সময় উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ আল সাদীক, উপজেলা উপ-সহকারী প্রকৌশলী আবু রেজা মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সার্ভেয়ার কামরুল হাসানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ আল সাদীক বলেন, মুজিববর্ষ উপলক্ষে অক্টোবর মাসকে গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণের মাস ঘোষণা করা হয়েছে। এরই ধারাবাহিকতায় হাকিমপুর উপজেলার এলজিইডি আওয়তায় ২০ জন নারী কর্মীর মাধ্যমে বাছাই করা সড়কের রক্ষণাবেক্ষণের কাজ আজ থেকে শুরু হয়েছে। মাসব্যাপী এই কার্যক্রম অব্যাহত থাকবে।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত