ঢাকা, শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৩ মিনিট আগে
শিরোনাম

স্বর্ণকিশোরীর ওপর হামলা, স্কাউট সদস্য কারাগারে

  ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশ : ১৩ অক্টোবর ২০২০, ১৮:১৭

স্বর্ণকিশোরীর ওপর হামলা, স্কাউট সদস্য কারাগারে

ঝালকাঠিতে স্বর্ণকিশোরী খেতাবপ্রাপ্ত নাসরিন আক্তার সারার ওপর হামলা ও ইভটিজিং মামলার আসামি স্কাউট সদস্য জুবায়ের আদনানকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার সকালে ঝালকাঠি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে বিচারক এ. এস. এম তারেক শামস জামিন আবেদন না মঞ্জুর করে জুবায়েরকে জেলা হাজতে পাঠানোর আদেশ দেন।

মামলার বিবরণে জানা যায়, ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নে বসবাসকারী ও স্কাউট দলের সদস্য জুবায়ের আদনান বেশ কিছু দিন ধরে স্বর্ণকিশোরী খেতাবপ্রাপ্ত নাসরীন আক্তার সারাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। এতে রাজি না হওয়ায় জুবায়ের তার ওপর ক্ষিপ্ত হয়ে গত ২ অক্টোবর দুপুরে কিশোরীর বড় বোনের বাসায় গিয়ে অতর্কিত হামলা চালায়। মারধরের এক পর্যায়ে কিশোরী জ্ঞান হারিয়ে ফেললে জুবায়ের পালিয়ে যায়।

এ ঘটনায় ওই দিনই জুবায়ের আদনানকে আসামি করে থানায় মামলা করে নাসরিন আক্তার সারা।

এ ঘটনায় জুবায়ের আদনানকে গ্রেপ্তারের দাবীতে গত ৮ অক্টোবর ঝালকাঠি সদর থানার সামনে অনশনে বসে ওই নাসরীন আক্তার সারা। পরে পুলিশ আসামিকে গ্রেপ্তারের আশ্বাস দিলে অনশন তুলে নেয় কিশোরী।

আরো পড়ুন:

ঝালকাঠি পুলিশ সুপার কার্যালয়ে চাকরির সুযোগ

এক প্রেমিকার দখলেই ৫ প্রেমিক, অতঃপর...! (ছবিসহ)

শিক্ষার্থীর হাত-পা বেঁধে পিটুনি, শিক্ষকের জবানবন্দি

বাংলাদেশ জার্নাল/এনকে

  • সর্বশেষ
  • পঠিত