ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৮ মিনিট আগে
শিরোনাম

করোনায় আরো ১৯ জনের মৃত্যু

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২০, ১৫:৪৯  
আপডেট :
 ২৪ অক্টোবর ২০২০, ১৬:১২

করোনায় আরো ১৯ জনের মৃত্যু
ফাইল ছবি

গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১ হাজার ৯৪ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে, মৃত্যু হয়েছে ১৯ জনের।

শনিবার বিকালে সংবাদ মাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেশে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির এই সবশেষ তথ্য জানানো হয়।

সেখানে বলা হয়, শনিবার সকাল ৮টা পর্যন্ত শনাক্ত ১ হাজার ৯৪ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৯৭ হাজার ৫০৭ জন হল।

আর গত এক দিনে মারা যাওয়া ১৯ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা ৫ হাজার ৭৮০ জনে দাঁড়াল।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ১ হাজার ৪৯৮ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৩ লাখ ১৩ হাজার ৫৬৩ জন হয়েছে।

গত ২৪ ঘণ্টায় দেশে ১০ হাজার ৯৯৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার সংখ্যা বিবেচনায় রোগী শনাক্তের হার ৯ দশমিক ৯৫ শতাংশ। ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ১৭ জন পুরুষ ও ২ জন নারী। সবার মৃত্যু হয়েছে হাসপাতালে।

দেশে এখন পর্যন্ত সংক্রমণ বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।

প্রথম করোনায় সংক্রমিত রোগী শনাক্তের ঘোষণা আসে চলতি বছরের ৮ মার্চ। প্রথম মৃত্যুর তথ্য জানানো হয় ১৮ মার্চ।

জনস্বাস্থ্যবিদেরা বলছেন, দেশের করোনা পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আসেনি। এর মধ্যে সরকার আশঙ্কা করছে, শীতে আবার সংক্রমণ বেড়ে যেতে পারে।

জনস্বাস্থ্যবিদেরা আরও বলছেন, টিকা আসার আগপর্যন্ত নতুন এই ভাইরাসের সংক্রমণ প্রতিরোধের মূল উপায় হলো স্বাস্থ্যবিধি মেনে চলা। মাস্ক পরা, কিছু সময় পরপর সাবান-পানি দিয়ে হাত ধোয়া, জনসমাগম এড়িয়ে চলা এবং সামাজিক দূরত্ব মেনে চলা। কিন্তু এই স্বাস্থ্যবিধিগুলো মেনে চলার ক্ষেত্রে ঢিলেঢালা ভাব দেখা যাচ্ছে। এতে সংক্রমণ আবার বেড়ে যাওয়ার আশঙ্কা আছে।

বাংলাদেশ জার্নাল/এইচকে

অন্যরা যা পড়ছেন:

> ২৩ অক্টোবর করোনার আপডেট

> ২২ অক্টোবর করোনার আপডেট

> ২১ অক্টোবরের করোনা আপডেট

> ২০ অক্টোবরের করোনা আপডেট

> ১৯ অক্টোবরের করোনা আপডেট

> ১৮ অক্টোবরের করোনা আপডেট

> ১৭ অক্টোবরের করোনা আপডেট

> ১৬ অক্টোবরের করোনা আপডেট

> ১৫ অক্টোবরের করোনা আপডেট

> ১৪ অক্টোবরের করোনা আপডেট

> ১৩ অক্টোবরের করোনা আপডেট

> ১২ অক্টোবরের করোনা আপডেট

> ১১ অক্টোবরের করোনা আপডেট

> ১০ অক্টোবরের করোনা আপডেট

> ৯ অক্টোবরের করোনা আপডেট

> ৮ অক্টোবরের করোনা আপডেট

> ৭ অক্টোবরের করোনা আপডেট

> ৬ অক্টোবরের করোনা আপডেট

> ৫ অক্টোবরের করোনা আপডেট

> ৪ অক্টোবরের করোনা আপডেট

> ৩ অক্টোবরের করোনা আপডেট

> ২ অক্টোবরের করোনা আপডেট

> ১ অক্টোবরের করোনা আপডেট

> ২৯ সেপ্টেম্বরের করোনা আপডেট

> ২৮ সেপ্টেম্বরের করোনা আপডেট

> ২৭ সেপ্টেম্বরের করোনা আপডেট

> ২৬ সেপ্টেম্বরের করোনা আপডেট

> ২৫ সেপ্টেম্বরের করোনা আপডেট

> ২৪ সেপ্টেম্বরের করোনা আপডেট

> ২১ সেপ্টেম্বরের করোনা আপডেট

> ২০ সেপ্টেম্বরের করোনা আপডেট

> ১৮ সেপ্টেম্বরের করোনা আপডেট

> ১৯ সেপ্টেম্বরের করোনা আপডেট

  • সর্বশেষ
  • পঠিত