ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

মিথ্যা সংবাদ ছড়ানোর অভিযোগ

সাপ্তাহিক পত্রিকার সম্পাদকের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলা

  সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২০, ১৬:১১

সাপ্তাহিক পত্রিকার সম্পাদকের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলা

সাতক্ষীরায় তথ্যপ্রযুক্তি আইনে একটি সাপ্তাহিক পত্রিকার সম্পাদকের বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার সদর থানায় মামলাটি দায়ের করেন সিনিয়র সাংবাদিক মোস্তাফিজুর রহমান উজ্জল। মামলায় আবুল কালামসহ অজ্ঞাত আরো ৫-৬ জনকে আসামি করা হয়েছে।

মামলার বিবরণে জানা গেছে, সাতক্ষীরা থেকে প্রকাশিত সাপ্তাহিক মুক্ত স্বাধীন পত্রিকার অনলাইন ভার্সন (ওয়েবসাইট) এবং পত্রিকার সম্পাদক মো. আবুল কালামের নিজ নামীয় ফেসবুক একাউন্টে মিথ্যা, বানোয়াট, মানহানিকর, ধর্মীয় অনুভূতিতেত আঘাত ও অবমাননাকর এবং ভিত্তিহীন সংবাদ পরিবেশন করার অভিযোগে সম্পাদক ও প্রকাশক মোঃ আবুল কালাম ওরফে থাই ব্যবসায়ী কালামের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের হয়েছে। মামলার নং-৬০। ধারা ডিজিটাল নিরাপত্তা আইন (২০১৮) এর ২৫(২)/২৮(২)/২৯(১)/৩১(২)।

মামলার বাদী মোস্তাফিজুর রহমান উজ্জল এজাহারে উল্লেখ করেছেন, তিনি সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, সাতক্ষীরা আহসানিয়া মিশনের সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির অর্থ সম্পাদক। তিনি দীর্ঘদিন সুনামের সাথে সাতক্ষীরায় সাংবাদিকতা পেশার সাথে যুক্ত রয়েছেন। এছাড়া তিনি রেডক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য, ঢাকাস্থ সাতক্ষীরা জনসমিতির আজীবন সদস্য, সাতক্ষীরা কবিতা পরিষদের সাধারণ সম্পাদক, সাতক্ষীরা নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য, সাতক্ষীরা রাইফেল ক্লাবের আজীবন সদস্য, জেলা শিল্পকলা একাডেমির আজীবন সদস্য, ফ্রেন্ডস ড্রামেটিক ক্লাবের আজীবন সদস্যসহ সাতক্ষীরার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত রয়েছেন। মিথ্যা, উস্কানিমূলক, বানোয়াট, ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত, মানহানিকর সংবাদ প্রকাশ ও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়ায় তিনি সামাজিক, পারিবারিক ও পেশাগতভাবে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

এ বিষয়ে সম্পাদক আবুল কালাম মোবাইলফোনে জানান, অনলাইন ভার্শনে উনার (মোস্তাফিজুর রহমান উজ্জল) নামে নিউজ করেছিলাম, তাই আমার নামে মামলা করছে। ওর মতো ও মামলা করুক, ১টার জাইগায় ৫টা করুক। ও ওর মতো, আমি আমার মতো। সম্পাদকের নামে মামলা করে যদি টিকে থাকতে পারে কোন সমস্যা নেই।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুজ্জামান মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত