প্রকাশ : ২৯ নভেম্বর ২০২০, ১৮:২২
মৎস্য ঘেরে গাঁজা চাষ!
যশোরের কেশবপুর থানা পুলিশঅভিযান চালিয়ে গাছসহ এক গাঁজাচাষিকে আটক করেছে। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।
|আরো খবর
থানা সূত্রে জানা গেছে, শনিবার রাতে থানার উপ-পরিদর্শক ফজলে রাব্বি সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে উপজেলার মঙ্গলকোট গ্রামের উত্তরপাড়ায় সামছুর রহমান সরদারের ছেলে আব্দুল হালিমের মৎস্য ঘেরে অভিযান চালায়। এসময় গাঁজার গাছসহ আব্দুল হালিমকে আটক করা হয়।
আব্দুল হালিম জনৈক ব্যক্তির মৎস্য ঘের ৩ বছরের জন্য লিজ নিয়ে মাছ চাষের আড়ালে গাঁজার চাষ করে আসছিলেন। পুলিশ মৎস্য ঘেরের ভেড়ি থেকে ১৩ ও ১০ ফুট লম্বা ২টি গাঁজার গাছ উদ্ধার করে।
এ ব্যাপারে কেশবপুর থানার ওসি মোহাম্মদ জসীম উদ্দীন জানান, গাঁজার গাছসহ আব্দুল হালিমকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।
বাংলাদেশ জার্নাল/এসকে