ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১০ মিনিট আগে
শিরোনাম

দিনাজপুরে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী

  দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২০, ২০:০৩

দিনাজপুরে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী
মাহমুদ আলম লিটন

দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার ফুলবাড়ী পৌরসভার ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণের ভোটের ফলাফল প্রকাশ হয়েছে।

এতে স্বতন্ত্র প্রার্থী মাহমুদ আলম লিটন বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন। তিনি মোট ভোট পেয়েছেন ৭ হাজার ৭ শ ৪৭, তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী গোলাম মুরর্তজা সরকার মানিক ভোট পেয়েছেন ৭ হাজার ৪০ ভোট।

আজ সোমবার সন্ধ্যা ৬টার দিকে ফুলবাড়ী উপজেলার পরিষদের হলরুম থেকে আনুষ্ঠানিকভাবে ফুলবাড়ী পৌর সভার ফলাফল প্রকাশ করেন জেলা রিটানিং কর্মকর্তা শাহীনুর ইসলাম প্রারামানিক।

আওয়ামী লীগ মনোনিত প্রার্থী খাজা মইন উদ্দীন (নৌকা) পেয়েছেন ৩ হাজার ৪ শ ৬০ ভোট, বিএনপি মনোনিত প্রার্থী সাহাজুল ইসলাম (ধানের শীষ) পেয়েছেন ৩ হাজার ৪২ ভোট। স্বতন্ত্র প্রার্থী গোলাম মরতুর্জা সরকার মানিক পেয়েছেন ৩ হাজার ৪২ ভোট এবং (স্বতন্ত্র) মাহমুদ আলম (লিটন) পেয়েছেন ৭ হাজার ৭ শ ৪৭ ভোট।

ফুলবাড়ী পৌরসভা নির্বাচনে ২৭ হাজার ৯ শ ৩১ ভোটের মধ্যে ২১ হাজার ২ শ ৮৯ ভোট গৃহীত হয়েছে। শতকরার হিসেবে ৭৬ দশমিক ১ শতাংশ।

এর আগে ইভিএমের মাধ্যমে সকাল আটটা থেকে ভোট গ্রহণু শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। শীত উপেক্ষা করে ভোটাররা কেন্দ্রে আসতে শুরু করেন। শুরুতে ভোটার কম হলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটারের উপস্থিতি বাড়তে থাকে। প্রতিটি কেন্দ্রেই স্বাস্থ্যবিধি মেনে নারী ও পুরুষ ভোটাররা তাদের পছন্দনীয় প্রার্থীদের ভোট প্রদান করেছেন।

আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতা থাকার কারণে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। প্রতিটি ভোটকেন্দ্রে পুলিশ আনসারের পাশাপাশি বিজিবি ও র‌্যাবের সদস্যদের টহল করতে দেখা যায়। এ ছাড়াও প্রতিটি কেন্দ্রে একজন নির্বাহী ম্যাজিষ্ট্রেট স্ট্রাইকিং ফোর্সের প্রধান হিসেবে দ্বায়িত্ব পালন করেন।

দিনাজপুরের ফুলবাড়ি পৌরসভায় মেয়র পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। সংরক্ষিত মহিলা কাউন্সিলর তিনটি পদের বিপরীতে ১০ জন নারী কাউন্সিলর প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং সাধারণ নয়টি ওয়ার্ডের ৯ জন কাউন্সিলর পদের বিপরীতে ২৯ জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে।

দিনাজপুর ফুলবাড়ী পৌরসভা ২৭ হাজার ৯৩১ জন ভোটারের মধ্যে পুরুষ ভোটার ছিলেন ১৩ হাজার ৫ শ ৫২ জন এবং নারী ভোটার ছিলেন ১৪ হাজার ৩ শ ৭৯ জন।

বাংলাদেশ জার্নাল/এইচকে

  • সর্বশেষ
  • পঠিত