ঢাকা, বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৪ মিনিট আগে
শিরোনাম

ময়মনসিংহে গোপন অস্ত্র কারখানার সন্ধান

  ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ : ২৯ নভেম্বর ২০১৭, ১১:৪৪  
আপডেট :
 ২৯ নভেম্বর ২০১৭, ১২:৩৫

ময়মনসিংহে গোপন অস্ত্র কারখানার সন্ধান

ময়মনসিংহ শহরে অস্ত্র তৈরির গোপন কারখানার সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে শহরের নাসিরাবাদ কলেজসংলগ্ন মিলনবাগ এলাকার একটি বাড়িতে অভিযান চালায় র‌্যাব-১৪।

এসময় সেখান থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় অস্ত্র, গুলি ও অস্ত্র তৈরির বিপুল সরঞ্জাম। গ্রেপ্তারকৃতরা হলেন, সোহেল (২২) ও হাবিব (২৫)।

র‌্যাব-১৪-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. শরীফুল ইসলাম জানান, এখানে অত্যন্ত সুরক্ষিত একটি ঘরের মধ্যে অস্ত্র বানানো হচ্ছিল। অনেক সরু গলির ভেতর এই বাড়ি অবস্থিত। গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়েছে।

তিনি আরো বলেন, কক্ষের চৌকির ওপর থেকে উদ্ধার করা হয়েছে চারটি পিস্তল, সাতটি গুলি, চারটি ম্যাগাজিন, আটটি চাকু, চারটি হাতুড়ি, একটি চায়নিজ কুড়াল, তিনটি প্লাস, দুটি ড্রিল মেশিন, অস্ত্র তৈরির বিপুল সরঞ্জাম।

জেডএইচ/

  • সর্বশেষ
  • পঠিত