ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৬ মিনিট আগে
শিরোনাম

মধুমতীতে ট্রলার ডুবি: এক শ্রমিকের মরদেহ উদ্ধার

  গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২১, ১৬:০৪

মধুমতীতে ট্রলার ডুবি: এক শ্রমিকের মরদেহ উদ্ধার
গোপালগঞ্জে মধুমতী নদীতে বালু বোঝাই ট্রলার ডুবি

গোপালগঞ্জে মধুমতী নদীতে বালু বোঝাই একটি ট্রলার ডুবে নিখোঁজ দুই শ্রমিকের মধ্যে মো. রিপন চৌকিদারের (২২) মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল। এ ঘটনায় অপর রুহুল আমীন মৃধা শ্রমিক তীরে উঠতে পরলেও অপর শ্রমিক বিল্লাল সুকানী নিখোঁজ রয়েছেন।

গত শনিবার গভীর রাতে সদর উপজেলার শুকতাইল ইউনিয়নের তালা বালু ঘাটে এ ট্রলার ডুবির ঘটনা ঘটে।

নিহত শ্রমিক রিপন চৌকিদার ভোলা জেলার চর ফ্যাশন থানার আব্দুল্লাহপুর গ্রামের আব্দুল গনি চৌকিদারের ছেলে। অপর নিখোঁজ শ্রমিক হলেন একই গ্রামের শাহজাহান পাটোয়ারীর ছেলে বিল্লাল পাটোয়ারী (৪০)। জীবিত বেঁচে যাওয়া শ্রমিক হলেন রুহুল আমিন মৃধা (৪৮)।

খুলনার ডুবুরি দলের প্রধান আবুল বাশার তালুকদার জানান, রাতের বেলায় জোয়ারের সময় শ্রমিকেরা তালা বালু ঘাটে নোঙ্গর করে বালু ভর্তি একটি ট্রলার। পরে শ্রমিকরা ট্রলারের মধ্যে ঘুমিয়ে থাকলে ভাটার সময় ট্রলারটির সামনের অংশ উঁচু হয়ে পিছনের কেবিনের অংশ পানিতে ডুবে যায়।

এতে ট্রলারে থাকা ৩ জন শ্রমিকের মধ্যে শ্রমিক রুহুল আমীন মৃধা তীরে উঠতে পরলেও অপর দুই শ্রমিক মো. রিপন চৌকিদার ও বিল্লাল পাটোয়ারী নিখোঁজ হন।

পরে খবর পেয়ে রোববার সকালে খুলনার ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। পরে বিকাল ৩টার দিকে শ্রমিক মো. রিপন চৌকিদের মরদেহ উদ্ধার করে। তবে অপর নিখোঁজ শ্রমিক বিল্লাল পাটোয়ারী সন্ধান এখনো পায়নি ডুবুরি দল।

বাংলাদেশ জার্নাল/এনকে

  • সর্বশেষ
  • পঠিত