প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২১, ০৩:০০
গোপালগঞ্জে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
গোপালগঞ্জে অভিযান চালিয়ে ৪৯৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে সদর উপজেলার ঘোনাপাড়া মোড় এলাকা থেকে ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করা হয়।
|আরো খবর
গ্রেপ্তার মাদক সজীব গাজী (২০) বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার ভান্ডার খোলা গ্রামের ও আ: কাদের শেখ (২৯) একই উপজেলার কামার গ্রামের বাসিন্দা।
গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ ছানোয়ার হোসেন জানান, মাদক বেচাকেনা হবে এমন গোপান সংবাদের ভিত্তিতে সদর উপজেলার ঘোনাপাড়া মোড় এলাকায় অবস্থান নেয় একদল পুলিশ। এসময় মাদক ব্যবসায়ী সজীব গাজী ও আঃ কাদের শেখের গতিবিধি সন্দেহ হলে তাদেরকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেহ তল্লাশী করে ৪৯৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি বলেন, তারা দীর্ঘ দিন ধরে এলাকায় মাদকের ব্যবসা করে আসছিলো। এ ঘটনায় মাদক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ জার্নাল/আর