প্রকাশ : ২০ জানুয়ারি ২০২১, ১৫:২৫
গাজীপুরে যুবলীগের কম্বল বিতরণ
গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল’র উদ্যোগে এক হাজার কম্বল ও মাস্ক বিতরণ করা হয়েছে।
|আরো খবর
বুধবার দুপুরে সালনা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল মহানগরীর ১৯ নং ওয়ার্ডের দরিদ্র শীতার্তদের মাঝে ওই কম্বল ও মাস্ক বিতরণ করেন।
কম্বল বিতরণ অনুষ্ঠানে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সদস্য মো. ফজলুর রহমান, গাজীপুর সদর থানা আওয়ামী লীগের সাবেক সদস্য মো. সাইফুল ইসলাম, মহানগর যুবলীগের সদস্য মো. দেলোয়ার হোসেন বাদল, ২৩ নং ওয়ার্ডের যুবলীগ আহ্বায়ক মো. সাখাওয়াত হোসেন, ২১ নং ওয়ার্ডের যুবলীগের আহ্বায়ক মো. এমারত হোসেন, যুবলীগ নেতা ইকবাল আহমেদ, আমান উদ্দিন সরকারসহ মহানগর যুবলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ জার্নাল/এনকে