প্রকাশ : ২১ জানুয়ারি ২০২১, ১৬:৪৫
রাজবাড়ীতে ৩ ইটভাটা গুঁড়িয়ে দিলো প্রশাসন
রাজবাড়ী জেলা শহরের নতুন বাজার এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা ৩টি জলন্ত ইটভাটা সম্পূর্ণ ভেঙে গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন।
|আরো খবর
বৃহস্পতিবার সকালে রাজবাড়ী শহরের নতুন বাজার এলাকার জেলা কারাগার সংলগ্ন জেবিআই, এনআইবি ও এস বিবি ইটভাটায় অভিযান চালায় পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
অভিযানে সহযোগিতা করে ফরিদপুর র্যাব- ৮ ও থানার পুলিশ সদস্যরা। কোনো ধরণের বৈধতা না থাকায় ওই তিন ইটভাটা গুঁড়িয়ে দেয়া হয়।
পরিবেশ অধিদপ্তর ফরিদপুরের উপ-পরিচালক এ এইচ এম রাসেদ জানান, রাজবাড়ীতে বেশ কয়েকটি অবৈধ ইটভাটা আছে। এতদিন প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অবৈধভাবে ইট পোড়ানোর কার্যক্রম চালিয়ে আসছিলো। পরিবেশের ভারসাম্য রক্ষায় এই অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে উপস্থিত ছিলেন, ঢাকা পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিকুর রহমান সবুজসহ র্যাব ও পুলিশ সদস্যরা।
বাংলাদেশ জার্নাল/এসকে