ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

মেয়ের বিরুদ্ধে সাবেক বিচারপতি বাবার জিডি

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২২ জানুয়ারি ২০২১, ১৯:০৫

মেয়ের বিরুদ্ধে সাবেক বিচারপতি বাবার জিডি
ছবি: সংগৃহীত

তুহিন সুলতানা তপু ও মজার টিভি’র ভিডিও ক্রিয়েটর মাহসান স্বপ্নের বিরুদ্ধে প্রতারণা ও মানহানির অভিযোগ করে শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সাবেক বিচারপতি ও তুহিনের বাবা মো. শামসুল হুদা।

জিডিতে তিনি উল্লেখ করেন, তুহিন সুলতানা তপু তার স্বামীকে ডিভোর্স দিয়েছেন। এরপর থেকে পরিবারের (শামসুল হুদার) সঙ্গে তার কোনো যোগাযোগ ছিলো না।

শুক্রবার (২২ জানুয়ারি) বিকালে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রশীদ বাংলাদেশ জার্নালকে বলেন, বৃহস্পতিবার রাতে শামসুল হুদা তার মেয়ে তুহিন সুলতানা তপু ও মাহসান স্বপ্নের বিরুদ্ধে শাহবাগ থানায় সাধারণ ডায়েরি-জিডি (জিডি নম্বর-১৩৮৪) করেন।

মামুনুর রশিদ বলেন, জিডির বিষয়ে তদন্তে চলছে, তথ্যের সত্যতা পাওয়া গেলে ব্যবস্থা নেয়া হবে।

জিডিতে আরো উল্লেখ করা হয়, তপু একদিন বিচারপতির বাসায় এসে স্বর্ণালঙ্কার নিয়ে যান। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয়েছিল। শামসুল হুদার স্ত্রীর নামে নিবন্ধন করা মোবাইল ফোনের সিম ব্যবহার করেন ‘মজার টিভি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাহসান স্বপ্ন। তার সঙ্গে আঁতাত করে তপু সাবেক বিচারপতি শামসুল হুদার মানহানি করেছেন। ভবিষ্যতে এ বিষয়ে প্রয়োজনে মামলা করবেন বলেও জিডিতে উল্লেখ করা হয়।

এফজেড/এনএইচ

  • সর্বশেষ
  • পঠিত