প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২১, ২০:৪৮
চসিক নির্বাচন: নিহতের ঘটনায় ২৯ জনের বিরুদ্ধে মামলা
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নির্বাচনী সহিংসতায় একজনের নিহতের ঘটনায় ২৯ জনকে আসামি করে মামলা করা হয়েছে।
|আরো খবর
নিহত আলাউদ্দিনের বড় বোন জাহানারা বেগম চট্টগ্রাম রেলওয়ে থানায় এই মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা রেলওয়ে থানার এসআই সোহরাব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মামলায় ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২০ জনকে আসামি করা হয়েছে।।
মামলায় মো. নাছির, সাইদুল ইসলাম, জয় মিয়া, জয় মিয়া, আক্তার, মো. বিল্লাল, মো. সাজু, মো. হেলাল, নাছির ওরফে কালা নাছির ও মো. ইমন এর নাম উল্লেখ করা হয়েছে।
এসআই বলেন, মামলার তদন্তে যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে, সবাইকে আসামি করা হবে।
আরও পড়ুন- চসিক নির্বাচনে সংঘর্ষ, নিহত ১
বাংলাদেশ জার্নাল/আর