ঢাকা, শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১ আপডেট : ২২ মিনিট আগে
শিরোনাম

সৈকতে ভেসে এলো ডলফিন, শরীরজুড়ে আঘাতের চিহ্ন

  পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২১, ১৭:১৪  
আপডেট :
 ২৯ জানুয়ারি ২০২১, ১৭:১৮

সৈকতে ভেসে এলো ডলফিন, শরীরজুড়ে আঘাতের চিহ্ন
ছবি- প্রতিনিধি

কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এসেছে ১০ ফুট লম্বা আকৃতির একটি মৃত ডলফিন। মাছটির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

বৃহস্পতিবার গভীর রাতে সৈকতের পশ্চিম দিকে লেম্বুরবনের তিন নদীর মোহনায় ডলফিনটি ভেসে ওঠে। স্থানীয় জেলেরা ডলফিনটি দেখতে পেয়ে মৎস্য বিভাগের কর্মকর্তাদের খবর দেয়।

স্থানীয় ট্যুরিজম ব্যবসায়ী কেএম বাচ্চু জানান, মাছটির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে জেলেদের আঘাতে মাছটির মৃত্যু হয়েছে। এর আগেও সৈকতে বেশ কয়েকটি মৃত ডলফিন ও তিমি ভেসে আসে। তবে কী কারণে এসব মাছের মৃত হচ্ছে সেটা নিশ্চিত করতে পারেনি মৎস্য বিভাগ।

মৃত এসব মাছ সংরক্ষণের জন্য কুয়াকাটায় একটি সংরক্ষণাগার নির্মাণের দাবি জানিয়েছেন ট্যুরিজম ব্যবসায়ীরা।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জহিরুন্নবী জানান, সংরক্ষণাগার না থাকায় ডলফিনটি ট্যুরিস্ট পুলিশ ও মৎস্য বিভাগের যৌথ উদ্যোগে মাটিচাপা দেয়া হয়েছে।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত