ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

দেড় সপ্তাহ পর পাটুরিয়া ঘাটে ‘যানজট নেই’

  শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২১, ১৫:৪৪  
আপডেট :
 ৩১ জানুয়ারি ২০২১, ১৬:২৭

দেড় সপ্তাহ পর পাটুরিয়া ঘাটে ‘যানজট নেই’
পাটুরিয়া ঘাট ফাঁকা

পাটুরিয়া ঘাটে রোববার দুপুরের পর যানজট দেখা যায়নি। যানবাহনের চাপ না থাকায় ট্রাক টার্মিনাল ও ঘাট এলাকা ফাঁকা দেখা গেছে।

তবে বিআইডব্লিউটিসি বলছে, গত প্রায় দেড় সপ্তাহ পর আজ রোববার ফেরি পারাপারের উদ্দেশে ঘাটে তুলনামূলক কম যানবাহন এসেছে। যার কারণে ঘাট এলাকা ফাঁকা হয়েছে।

পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে প্রায় দেড় সপ্তাহ স্বাভাবিকভাবে ফেরি চলাচল বিঘ্নিত হওয়ায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছিলো। শুক্রবার ও শনিবার রাতে ঘন কুয়াশায় ফেরি চলাচল বন্ধ না থাকায় এ ঘাটে যানবাহনের চাপ অনেক কমে গেছে।

আরিচা অফিসের বিআইডব্লিউটিসির ডিজিএম জিল্লুর রহমান জানান, ঘনকুয়াশায় কারণে এ নৌ-রুটে প্রায় দেড় সপ্তাহ ধরে ঘাট এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছিল। রোববার ঘাটে যানবাহন কম আসায় ও ঘন কুয়াশায় ফেরি চলাচল বন্ধ না থাকায় যানজটের অনেক উন্নতি হয়েছে।

তিনি বলেন, এ নৌ-রুটে চলাচলরত ১৬টি ফেরির মধ্যে ১টি ফেরি বিকল থাকায় ১৫টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। ঘাটে যানবাহন এসে সরাসরি ফেরিতে উঠে নদী পারাপার হয়ে যাচ্ছে। ঘাটে এসে অপেক্ষায় থাকতে হচ্ছে না।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত