ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৭ মিনিট আগে
শিরোনাম

শীতের বিদায়বেলায় আবারো মৃদু শৈত্যপ্রবাহ

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২১, ১১:১৫

শীতের বিদায়বেলায় আবারো মৃদু শৈত্যপ্রবাহ
ফাইল ছবি

গত মাসের শেষের দিক থেকে শুরু হওয়া শৈত্যপ্রবাহের রেশ যেন কাটছেই না। মাঝের কয়েকদিন তাপমাত্রা কিছুটা বাড়লেও, গত ২৪ ঘণ্টায় দেশের ৫ জেলায় আবারো শুরু হয়েছে মৃদু শৈত্যপ্রবাহ। তাপমাত্রাও কমেছে কিছুটা।

মঙ্গলবার সকাল ৯টার দিকে বাংলাদেশ আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, দেশের ৫ অঞ্চলের ওপর দিয়ে মৃদু আকারে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে এ শৈত্যপ্রবাহ খুবই অল্প সময় থাকবে।

গত ২৪ ঘণ্টায় সারাদেশের অধিকাংশ এলাকাতে তাপমাত্রা কিছুটা কমেছে। এ হিসেবে বলা যায় শীতের তীব্রতাও অনেকটা বেড়েছে। মৃদু আকারে শৈত্যপ্রবাহ বয়ে যাওয়া এলাকার মধ্যে রয়েছে, চুয়াডাঙ্গা, রাজশাহী, রাজাহাট, শ্রীমঙ্গলে ও পঞ্চগড়ের তেঁতুলিয়া। সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে তেঁতুলিয়ায় ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া বাকি চার এলাকার তাপমাত্রা ৯ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস বিরাজ করছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা, রংপুর, রাজশাহী ও খুলনায় বিভাগের দু-এক জায়গায় হালকা বা গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকলেও এখন তা আর নেই।

বাংলাদেশ জার্নাল/এনএইচ

  • সর্বশেষ
  • পঠিত