প্রকাশ : ০৪ মার্চ ২০২১, ০৯:৫১
জয়শঙ্করের ঢাকা সফরে যেসব বিষয় গুরুত্ব পাবে
ঝটিকা সফরে একদিনের জন্য আজ ঢাকা আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফর চূড়ান্ত করতেই পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করবেন তিনি।
|আরো খবর
বৈঠকে পানি, বাণিজ্য, সীমান্ত, ব্যবস্থাপনা, কানেক্টিভিটিসহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে। বিশেষ করে পানির বিষয়টি গুরুত্ব পাবে। এছাড়া অমীমাংসিত ইস্যুগুলো নিয়েও আলোচনা হতে পারে।
এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য আরও সম্প্রসারণ, যাত্রীবাহী ট্রেন চালুসহ কানেক্টিভিটি বাড়ানোর বিষয়গুলো বাংলাদেশের পক্ষ থেকে তোলা হবে। তিস্তাসহ অভিন্ন নদীর পানিবণ্টন, সীমান্ত হত্যা বন্ধের বিষয়েও আলোচনার কথা রয়েছে।
এছাড়া, ঋণ চুক্তির প্রকল্প, রামপাল বিদ্যুৎকেন্দ্র দ্রুত বাস্তবায়ন নিয়েও কথা হবে বলে জানা গেছে।
প্রসঙ্গত, মোদির ঢাকা সফরকালে দুই দেশের দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনা ও সমঝোতা স্মারক সই হবে। এর আগে মোদির সফর সামনে রেখে ২৮ থেকে ৩১ জানুয়ারি পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন দিল্লি সফর করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে নরেন্দ্র মোদি আগামী ২৬ মার্চ ঢাকায় আসছেন।
আরও পড়ুন: আজ ঢাকা আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর
বাংলাদেশ জার্নাল/ এমএস