ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১০ মিনিট আগে
শিরোনাম

বঙ্গবন্ধু মেডিকেলের নতুন উপাচার্য শারফুদ্দিন

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৯ মার্চ ২০২১, ১৭:০৫

বঙ্গবন্ধু মেডিকেলের নতুন উপাচার্য শারফুদ্দিন

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন কমিউনিটি অফথালমোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

সোমবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ আবদুল কাদের স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে বিএসএমএমইউর আইন, ১৯৯৮ এর ১২ ধারা অনুসারে মো. শারফুদ্দিন আহমেদকে আগামী তিন বছরের জন্য বিএসএমএমইউর উপাচার্য পদে নিয়োগ করা হলো।

মেডিকেল শিক্ষার সর্বোচ্চ বিদ্যাপিটের প্রধানের দায়িত্ব পাওয়ার পর ডা. শারফুদ্দিন বলেন, বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাকাল থেকে আমি এখানে কাজ করছি। মেডিকেল শিক্ষাকে সর্বোচ্চ শিখরে নেয়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সহায়তার পাশাপাশি স্বাস্থ্যখাতের উন্নয়নে আমার প্রচেষ্টা অব্যাহত থাকবে।

তিনি বলেন, দেশের বাইরে যাতে রোগী না যায় এবং এখানকার ছাত্ররা যেন সর্বোচ্চ শিক্ষা পায় এ ব্যাপারে ভূমিকা নেবো। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের গবেষণার মান উন্নত করার ব্যাপারে পদক্ষেপ নেয়া হবে।

বাংলাদেশ জার্নাল/এমএম

  • সর্বশেষ
  • পঠিত