ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩৮ মিনিট আগে
শিরোনাম

করোনা মোকাবেলায় নির্দেশনা মানার আহ্বান চসিক মেয়রের

  চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ৩০ মার্চ ২০২১, ২৩:৫৯

করোনা মোকাবেলায় নির্দেশনা মানার আহ্বান চসিক মেয়রের
মো. রেজাউল করিম চৌধুরী। ফাইল ছবি

দেশে করোনাভাইরাসের সংক্রমণ উদ্বেগজনক হারে বৃদ্ধি পাওয়ায় সামাজিক, রাজনৈতিক, ধর্মীয়সহ সকল ক্ষেত্রে সব ধরণের জনসমাগম সীমিত করাসহ সরকার যে ১৮ দফা নির্দেশনা জারি করেছে, তা কঠোরভাবে অনুসরণের জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র (চসিক) মো. রেজাউল করিম চৌধুরী।

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতির মাধ্যমে চসিক মেয়র এ কথা বলেন।

বিবৃতিতে মেয়র বলেন, কোভিড-১৯ এর দ্বিতীয় ঢেউয়ের নতুন ধরণের সংক্রমণের প্রভাব সারা বিশ্বের মতো আমাদের দেশে ও চট্টগ্রামে ছড়িয়ে পড়েছে। এ পরিস্থিতিতে সরকারের পক্ষ থেকে যে সকল নির্দেশনা জারি হয়েছে তা বাস্তবায়নে চট্টগ্রাম সিটি কর্পোরেশন সর্বোচ্চ সামর্থ্য ও সক্ষমতা অনুয়ায়ী সংক্রমণ প্রতিরোধে সবধরণের পদক্ষেপ গ্রহণ করবে।

তিনি এই পদক্ষেপ সমূহ যথাযথভাবে পালন ও প্রয়োগ নিশ্চিত করার জন্য চসিক নির্বাচিত পরিষদের কাউন্সিলর ও কর্মকর্তাগণকে নির্দেশ দেন। সরকারের জারিকৃত ১৮ দফার নির্দেশনাগুলো নগরবাসীকে অবগত করিয়ে তার পুনরুল্লেখ করেন চসিক মেয়র।

মেয়র জানান, সরকারের জারীকৃত ১৮ দফা নির্দেশনা বাস্তবায়নে চসিকের বিশেষ পর্যবেক্ষন টিম সার্বক্ষনিকভাবে মাঠে থাকবে এবং প্রশাসনকে সহযোগিতা করবে।

আরও পড়ুন- সরকারি বোর্ডের অধীনে পরীক্ষা বর্জন হাটহাজারী মাদ্রাসার

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত