ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৩ মিনিট আগে
শিরোনাম

রাজধানীতে রাইড শেয়ারিং বন্ধের প্রতিবাদে বিক্ষোভ

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০১ এপ্রিল ২০২১, ১১:৫৬  
আপডেট :
 ০১ এপ্রিল ২০২১, ১৪:৫৬

রাজধানীতে রাইড শেয়ারিং বন্ধের প্রতিবাদে বিক্ষোভ
সংগৃহীত ছবি

দুই সপ্তাহের জন্য মোটরসাইকেলের রাইড শেয়ারিং সার্ভিস বন্ধ করার প্রতিবাদে মিছিল করছেন মোটরসাইকেল চালকরা।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর যাত্রাবাড়ী থেকে প্রেসক্লাবের পথে এ মিছিল করেন তারা।

সরেজমিনে দেখা যায়, বিক্ষোভকারী বিপুল সংখ্যক মোটরসাইকেল চালক মিছিলে অংশ নেন। মিছিল থেকে বিক্ষোভকারী মোটরসাইকেল চালকরা রাইড শেয়ারিং বন্ধের সিন্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।

এসময় স্বপন হোসেন নামে এক মোটরসাইকেল চালক বলেন, রাস্তায় বাস-ট্রাক, সিএনজি, অটোরিকশা সবই চলছে। শুধু রাইড শেয়ারিং বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা রাইড শেয়ারিং করে জীবিকা নির্বাহ করি। রাইড শেয়ারিং না করতে পারলে আমাদের না খেয়ে থাকতে হবে। এ কারণে আমরা সরকারের সিন্ধান্তের প্রতিবাদ করছি।

প্রসঙ্গত, করোনার বিস্তার রোধে ১৮টি নির্দেশনা দেয় সরকার। এর আলোকে আগামী দুই সপ্তাহের জন্য মোটরসাইকেলের রাইড শেয়ারিং সার্ভিস বন্ধ করার নির্দেশনা দেয় বিআরটিএ।

বাংলাদেশ জার্নাল/এমএস

  • সর্বশেষ
  • পঠিত