ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৭ মিনিট আগে
শিরোনাম

সিগারেট হাতে রুমে ঢুকতেই গ্যাস বিস্ফোরণ, নিহত ১

  নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১২ এপ্রিল ২০২১, ১৯:২২

সিগারেট হাতে রুমে ঢুকতেই গ্যাস বিস্ফোরণ, নিহত ১
ছবি- প্রতিনিধি

নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া প্রেসিডেন্ট রোড এলাকায় জিএম গার্ডেন নামে বহুতলবিশিষ্ট ভবনের ফ্ল্যাট বাসার ছাদে গ্যাস বিস্ফোরণে দগ্ধ প্রহরী উজ্জল মারা গেছেন।

সোমবার দুপুরে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া ঘটনাত্র সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার দুপুর ১টায় চিকিৎসাধীন অবস্থায় উজ্জল মারা যায়। মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। সেইসঙ্গে তার সহকর্মী মানিক (৪২) আশঙ্কাজনক অবস্থায় এখনও চিকিৎসাধীন রয়েছেন।

এর আগে সোমবার (১১ এপ্রিল) দিবাগত রাতে তারা দগ্ধ হয়েছিলেন।

ভবনের সুপারভাইজার আলিম জানিয়েছিলেন, ৮ তলায় গ্যাসের লাইনে সমস্যা ছিল। এজন্য মিস্ত্রি এসে সেটা মেরামত করে। এক পর্যায়ে দুইজন নিচে নেমে যায়। তখন রান্নাঘরের দরজা জানালা বন্ধ ছিল। পরে আবার দুইজন সিগারেট হাতে উপরে উঠে রুমে প্রবেশের সাথে সাথেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। সাথে সাথে দুইজন দগ্ধ হয়ে যায়।

এরপর প্রথমে তাদের নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হলে সেখানকার জরুরি বিভাগের ডাক্তার তাদের আশঙ্কাজনক অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠায়। তাদের শরীরের ৫০ ভাগ পুড়ে গিয়েছিল।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত