ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৮ মিনিট আগে
শিরোনাম

ফের সৈকতে ভেসে এলো মরা তিমি

  জেলা প্রতিনিধি

প্রকাশ : ০৩ মে ২০২১, ০০:৩৫

ফের সৈকতে ভেসে এলো মরা তিমি
ফাইল ছবি।

কক্সবাজারের সমুদ্র সৈকতের হিমছড়ি এলাকায় পুঁতে ফেলা তিমি আবারও ভেসে উঠেছে।

রোববার বিকেলে জোয়ারের তোড়ে বালি সরে পড়ায় তিমিটি ভেসে উঠে। এ তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আমিন আল পারভেজ।

তিনি বলেন, এটি আকারে আগের দুটির তুলনায় অনেক ছোট। তিমির মাথা ও লেজের অংশ পচে-গলে বিকৃত হয়ে গেছে। মারাত্মক দুর্গন্ধ ছড়াচ্ছিল তিমিটি, তাই সেটিকে বালুচরে পুঁতে ফেলা হয়েছে।

ধারণা করা হচ্ছে, ২০-২৫ দিন আগে তিমিটি গভীর সাগরে মারা গেছে। জোয়ারে ভেসে আসতে এত দিন লেগেছে।

রামু উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা জানান, রবিবার ভেসে আসা তিমিটি হয়তো মাসখানেক আগেই মারা গেছে। এটির মাথা ও লেজবিহীন। এটি পূঁতে ফেলা হবে।

প্রসঙ্গত রামুর হিমছড়ি সৈকতে গত ৯ ও ১০ এপ্রিল আরো দুটি মৃত তিমি ভেসে আসে। করোনায় সৈকতে প্রাণের সঞ্চার হলেও পরপর ৩টি মৃত তিমি ভেসে আসায় উৎকন্ঠা বিরাজ করছে সাগরপাড়ের মানুষের মাঝে। এসব তিমির মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনের দাবি উঠেছে সর্বত্র।

এর আগের দুটি মৃত তিমির কারণ অনুসন্ধানে শরীর থেকে নমুনা সংগ্রহ করা হলেও আজ পর্যন্ত পরীক্ষা হয়নি বলে জানা গেছে।

বাংলাদেশ জার্নাল/এমএস

  • সর্বশেষ
  • পঠিত